রবিবার ৩ এপ্রিল ২০২২ - ১২:৫৭
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / নবী (সা.) বলেছেন, আমি জ্ঞানের শহর ও আলী (আ.) তার দ্বার এবং যে কেউ শহরে প্রবেশ করতে চাইলে দ্বার দিয়েই প্রবেশ করবে।

নবী (সা.) বলেছেন, “ আমি জ্ঞানের শহর ও আলী (আ.) তার দ্বার এবং যে কেউ শহরে প্রবেশ করতে চাইলে দ্বার দিয়েই প্রবেশ করবে।”

[ তাবরানী তাঁর ‘কাবীর’ গ্রন্থে এবং আল্লামাহ্ সয়ূতী তাঁর ‘জামেয়ুস্ সাগীর’ গ্রন্থে ১০৭ পৃষ্ঠায় ইবনে আব্বাস হতে হাদীসটি বর্ণনা করেছেন। হাকীম নিশাবুরী তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডে ২২৬ পৃষ্ঠায় ‘মানাকিবে আলী’ অধ্যায় দু’টি সহীহ সনদে- একটি ইবনে আব্বাস হতে ও অপরটি জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী হতে হাদীসটি বর্ণনা করেছেন এবং এর সপক্ষে সুস্পষ্ট দলিল উপস্থাপন করেছেন। ইমাম আহমদ ইবনে মুহাম্মাদ ইবনে সিদ্দীক মাগরেবী( কায়রোর অধিবাসী) এই হাদীসটি যে বিশুদ্ধ তা প্রমাণের জন্য ‘ফাতহুল মুলকিল আলী বি সিহহাতী বাবি মাদীনাতুল ইলমি আলী’ নামক একটি গ্রন্থ রচনা করেছেন। গবেষকদের জন্য এ মূল্যবান গ্রন্থটি অধ্যয়ন অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha